শেরপুরে সদর থানা পুলিশের অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জুয়া খেলার সরাঞ্জামাদিসহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে সদর থানা করেছে পুলিশ। ৮ আগস্ট রবিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের চাঁপাতলী মহল্লায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ওই ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। একই দিন সদর উপজেলার প্রতাবিয়া এলাকার গ্রেফতারী পরোয়ানার আসামী জাহাঙ্গীর (৪০) নামে একজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, মৃত. হুরমুত আলীর ছেলে আলাল উদ্দিন (৫০), আনোয়ার হোসেনের ছেলে সুজন আহমেদ (৩৫), আশরাফ আলীর ছেলে মামুন মিয়া (৪০), নান্নু মিয়ার ছেলে আঃ মজিদ (৩৮), মানিক মিয়ার ছেলে লোকমান মিয়া (৩৮), মকছেদ আলীর ছেলে আশকর আলী (৩৮), কামাল মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), মিয়ার উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩৫), তমল মিয়ার ছেলে শাহীন (৫০)। গ্রেফতারকৃতরা সবাই শহরের চাপাতলী মহল্লার বাসিন্দা।


পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জুলহাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ চাঁপাতলী মহল্লার সুজন মিয়ার বশত বাড়ীতে অভিযান চালায়। ওইসময় জুয়া খেলারত অবস্থায় তাস ও টাকা এবং জুয়ার খেলার সরাঞ্জামাদিসহ ওই ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করে সদর থানার নিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, এ ব্যাপারে সদর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ৯ আগস্ট সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।