বরিশালে মাঠে নামছে বিজিবি, নেতৃত্বে থাকছেন ১০ ম্যাজিস্ট্রেট

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

অনলাইন ডেস্ক : বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। বরিশাল মহানগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এবং অতিরিক্ত ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রট নিয়োজিত করা হচ্ছে। ১৯ আগস্ট বৃহস্পতিবার রাতেই বিজিবি টহল দেয়া শুরু করবে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পর অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল শুরু হলে জনজীবন স্বাভাবিক হয়। তবে নগরীতে চাপা উদ্বেগ-উত্তেজনা রয়েছে। বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সাংবাদিকদের এ তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, ইউএনওর বাসভবনে হামলার ঘটনার পর নিরাপত্তার কথা চিন্তা করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিজিবি ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে খুলনা জোন থেকে ১০ প্লাটুন বিজিবি বরিশালের উদ্দেশে রওনা হয়েছে। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালী থেকে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও আসছেন।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতেই নগরীতে ১০ নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে বিজিবি টহল দেওয়া শুরু করবে।