উপ-নির্বাচনে মমতা লড়বেন ৩০ সেপ্টেম্বর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১ ভারতের পশ্চিমবঙ্গে ভবানীপুরের উপ-নির্বাচনের দিন ধার্য করেছে দেশটির নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল জানানো হবে ৩ অক্টোবর। বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রার্থী মারা যান। এ দুই আসনেও একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণাও হবে একই দিন। নির্বাচন কমিশন জানায়, উপ-নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ৬ সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ভবানীপুরের পাশাপাশি উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে উত্তর ২৪ পরগনার খড়দহ, দক্ষিণ ২৪ পরগনায় গোসাবায়। ভোটের ফল ঘোষণার আগেই করোনা সংক্রমণে মারা যান খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ। সেখানে জয় পেয়েছিল তৃণমূল। বিধায়ক পদে শপথ নেওয়ার পরে মারা যান গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। এছাড়া বিধানসভায় জিতেও সংসদ সদস্য পদে থেকে যাবেন বলে দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক-পদ ছেড়েছেন বিজেপি-র দুই সংসদ সদস্য নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। কিন্তু সে চার কেন্দ্রে এখনও উপ-নির্বাচনের দিন ঘোষণা করেনি কমিশন। জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ অনুরোধেই ভবানীপুরে উপ-নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। ভবানীপুরে প্রার্থী হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা মুখার্জি। গত বিধানসভা ভোটে ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি ২১ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার পরই তৃণমূল সূত্রে জানা গেছে, এ আসনে প্রার্থী হবেন মমতাই। পশ্চিমবঙ্গে এবার আট দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শুরু হয় ২৭ মার্চ। ফলাফল প্রকাশ হয় ২ মে। সূত্র: আনন্দবাজার Related posts:করোনায় একদিনে এত মানুষ আগে কখনও আক্রান্ত হয়নি!জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই পাকিস্তানিসহ নিহত ৬১৯৯৯ সালের চেয়ে ৩ গুণ বেশি শক্তিশালী এবারের ভূমিকম্প: এরদোয়ান Post Views: ১৯৬ SHARES আন্তর্জাতিক বিষয়: