এ বছরই মুক্তি পাচ্ছে শহীদ কাপুরের ‘জার্সি’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১ বলিউড তারকা শহীদ কাপুরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জার্সি’। ক্রিকেট নির্ভর সিনেমাটি নিয়ে দর্শকদের মনে আগ্রহ ব্যাপক। তাই এর মুক্তি নিয়ে কৌতুহলী বলিউডপ্রেমীরা। অবশেষে ঘোষণা করা হলো সিনেমাটির মুক্তির চূড়ান্ত তারিখ। আগামী ৩১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমা। রোববার (২৬ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে শহীদ কাপুরসহ সংশ্লিষ্টরা এই শুভসংবাদ দিয়েছেন। এর আগে সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল ৫ নভেম্বর। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় নতুনভাবে পরিকল্পনা সাজাতে হয়েছে তাদের। ভারতের মহারাষ্ট্র সরকার আগামী ২২ অক্টোবর থেকে সিনেমা হল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। এই ঘোষণার পরই আটকে থাকা সিনেমাগুলোর মুক্তির বারতা আসছে। বলাই বাহুল্য, চলতি বছরের শেষ দিকেই পুনরায় জমজমাট হয়ে উঠবে বলিউড। উল্লেখ্য, ‘জার্সি’ সিনেমাটি নির্মিত হয়েছে একই নামের তেলেগু সিনেমার রিমেক হিসেবে। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন নানি। সিনেমাটি নির্মাণ করেছিলেন গৌতম তিন্নানুরি। এটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দক্ষিণাঞ্চলে। রিমেক সিনেমাটিও নির্মাণ করছেন গৌতম। এতে শহীদের সঙ্গে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর ও শহীদের বাবা পঙ্কজ কাপুর প্রমুখ। এর ফলে ২০১১ সালের ‘মৌসম’ সিনেমার পর আবারও একসঙ্গে অভিনয় করলেন শহীদ ও তার বাবা। Related posts:যে কারণে সুনীল শেঠির মেয়ের কাছে ক্ষমা চাইলেন সালমানদর্শক টানছে সোনাক্ষীর প্রথম ওয়েব সিরিজ ‘দাহাদ’ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে নিহার দুই নাটক Post Views: ১৯১ SHARES বিনোদন বিষয়: