চাকরির পরীক্ষা দিতে গিয়ে লাশ হয়ে ফিরল সামিউল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার টগবগে যুবক সামিউল ইসলাম (২২)। স্বপ্ন ছিল চাকরি করে পরিবারের সবার মুখে হাসি ফুটানোর। কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়াটা যে তার জীবনের শেষযাত্রা তা ভাবেননি কেউ। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাঁর মৃত্যু হয়েছে। নিহত সামিউল ইসলাম সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়, রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা দিতে সামিউল ইসলাম বুধবার সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন। বিকেলের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি বাস পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্বানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহতর ভাবী শামছুনাহার জানান, অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি বৃহস্পতিবার সকালে মারা যান। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের মাতম চলছে। Related posts:জামালপুরে তুচ্ছ ঘটনায় একজন নিহতধার্মিক না হতে পারলে নামাজ পড়লেই হবে না, ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রীজামালপুরে র্যাবের অভিযানে অভিনব কায়দায় ইয়াবা পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার Post Views: ২৯৬ SHARES জামালপুর বিষয়: