চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মেসি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১ আলোড়ন তুলে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন চলতি মৌসুমের শুরুতে। কিন্তু এখনও অবধি ক্লাবটির হয়ে আলো ছড়াতে পারেননি আর্জেন্টাইন তারকা। পাননি গোলের দেখা। এর মধ্যেই পড়েন ইনজুরিতে। পিএসজির হয়ে তিন ম্যাচ খেলে হাঁটুর চোটে পড়েন মেসি। এরপর লিগ ওয়ানের দুই ম্যাচ খেলতে পারেননি। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে পিএসজি। ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে এই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন মেসি। যদিও তার খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। সোমবার অনুশীলনের পর এই সিদ্ধান্ত নেওয়া হবে। পার্ক ডি প্রিন্সেসে গত রোববার লিগ ওয়ানে লিঁওর বিপক্ষে ২-১ গোলে জয় পায় পিএসজি। এই ম্যাচে হাঁটুতে চোট পান মেসি। পরে তাকে উঠিয়ে নেন পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো। মেস ও মোঁপেলিয়ের বিপক্ষে দুটি লিগ ম্যাচে পারেননি মেসি। Related posts:রশিদ খানকে ভয় পাওয়ার কিছু নেই : মোসাদ্দেক৪৫ ওভারে ৩২০ তাড়া করে রুদ্ধশ্বাস জয় বাংলাদেশেরউইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ Post Views: ২৪৪ SHARES খেলাধুলা বিষয়: