জামালপুরে টিকা নিতে চায় মৃত মোখলেছ! অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে করোনার টিকা নিতে চায় মৃত মোখলেছ। কিন্তু টিকা নিবন্ধনে করতে বাঁধ সেজেছে কম্পিউটার সিস্টেম সার্ভারে। ভোটার তালিকায় থাকার ফলে তার নাম সার্ভার থেকে ডিলেট করা হয়। ফলে এ বিপত্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়াও ভোটার তালিকায় জীবিত মোখলেছকে মৃত দেখানোর ফলে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, ব্যাংকঋণ, করোনার টিকাসহ অন্যান্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ২০১৭ সালে ভোটার তালিকা হালনাগাদে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের সময় এমন হতে পারে বলছেন নির্বাচন কর্মকর্তা। জানা গেছে, ভোটার তালিকায় মৃত মো. মোখলেছ মাদারগঞ্জ পৌরসভার চরগাবেরগ্রাম এলাকার মৃত মুনছুর প্রামানিকের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রী। জন্ম : ২ মার্চ ১৯৮২ সালে। এনআইডি নং : ৩৯২৫৮০১৩১৭৮০২। এদিকে নিজেকে জীবিত প্রমাণ করতে, দপ্তরে দপ্তরে ধর্ণা দিচ্ছেন মোখলেছ করোনা টিকার নিবন্ধন করতে গেলে তা নেয়নি কম্পিউটার সিস্টেম। পরে নির্বাচন কমিশনে গিয়ে জানতে পারেন, মৃত দেখিয়ে তার নাম ৫ বছর আগে সার্ভার থেকে মুছে দেয়া হয়েছে। মো. মোখলেছ বলেন, আমি জানতাম না ভোটার তালিকা থেকে আমার নাম কাটা হয়েছে। করোনার টিকা নিবন্ধনের জন্য অনলাইলে আবেদন চেষ্টা করি। কিন্তু বারবার চেষ্টা করেও দেখা যায়, অনলাইনে আবেদন নিচ্ছে না। পরে নির্বাচন অফিসে গিয়ে জানতে পারি, ভোটার তালিকা থেকে আমার নাম কাটা হয়েছে। তিনি বলেন, আমি এখনো জীবিত আছি। তবু ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে। ভোটার তালিকায় মৃত থাকায় মিলছে না সরকারি কোন সুযোগ-সুবিধা। পাচ্ছি না করোনা টিকাসহ অন্যান্য সুবিধা। নির্বাচন অফিসে ভোটার তালিকায় জীবিত হতে আবেদন দিয়েছি। জানি না এমন সমস্যার সমাধান মিলবে কবে? উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে একটি লিখিত আবেদন পেয়েছি। নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান হবে বলে আশা করেন তিনি। Related posts:মেলান্দহে গৃহবধূর আত্মহত্যামেলান্দহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারমেলান্দহে ট্রাকের ধাক্কায় ভটভটি চালকের মৃত্যু Post Views: ৫৫৭ SHARES জামালপুর বিষয়: