জামালপুর পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ॥ সভাপতি মাসুম রেজা, সাঃ সম্পাদক ছানোয়ার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১ জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর শনিবার সকালে শহরের ফৌজদারি মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মাসুম রেজা রহিম সভাপতি ও জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ত্রি-বার্ষিক সম্মেলনে শহর আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ এর সঞ্চালনায় ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী (নাদেল), সদস্য মারুফা আক্তার পপি, সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব রেজাউল করিম হীরা, সংসদ সদস্য আবুল কালাম আজাদ এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা প্রমূখ বক্তব্য রাখেন। পরে জামালপুর পৌরসভার ত্রি বার্ষিক সম্মেলনে আলহাজ্ব মাসুম রেজা রহিম সভাপতি এবং জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ছানুকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। Related posts:জামালপুরে গাছ বিক্রি করায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলেপ্রকৌশল খাতে কোটা বাতিলের দাবিতে জাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভজামালপুরে সাবেক মেয়রের বাড়িতে গোপন বৈঠক, আটক ৮ Post Views: ৫০২ SHARES জামালপুর বিষয়: