জায়েদ খানকে অমিত হাসানের চ্যালেঞ্জ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২১ শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অমিত হাসান ও বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান একে অপরকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। একই পদের সাবেক সদস্যকে নিয়েই যত ক্ষোভ, অভিযোগ জায়েদ খানের। এবার অমিত হাসানের বিরুদ্ধে জায়েদ খানের অভিযোগ, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে অমিত হাসান সবচেয়ে বেশি অন্যায় করেছেন। সদস্য নির্বাচনের ক্ষেত্রে নিয়ম না মেনে যাকে-তাকে সদস্য করেছে আগের কমিটি।’ জায়েদের এমন অভিযোগ ভিত্তিহীন জানিয়ে পাল্টা জবাব দিয়েছেন অমিত হাসান। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত হাসান বলেন, ‘১৮৪ জন সদস্যই কি মাছ বিক্রি করেন? সেলুনে চাকরি করেন? চিত্রনায়িকা ইরিন জামান, শিমু ইসলাম কি মাছ বিক্রি করেন! সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে কোনো অন্যায় হয়নি। প্রশ্নই আসে না। আমি কী অন্যায় করেছি, বলতে হবে। আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম। ঢালাওভাবে মন্তব্য করা তো ঠিক নয়।’ জায়েদের প্রতি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে অমিত বলেন, ‘জীবনে কোনো সিনেমায় অভিনয় করেননি, এমন একজনকে সদস্য বানিয়েছি, প্রমাণ দিতে হবে। প্রমাণ না দিলে বক্তব্য প্রত্যাহার করতে হবে। আর যদি প্রমাণ দিতে পারে অনিয়ম করেছি, তাহলে বর্তমান কমিটি যে পানিশমেন্ট দেবে, তা-ই মেনে নেব। এটা আমার ওপেন চ্যালেঞ্জ।’ Related posts:ভালো আছেন অপূর্ব, কেবিনে স্থানান্তরনতুন লুকে নায়িকা বুবলীবুবলীর ‘কয়লা’ Post Views: ১৬৯ SHARES বিনোদন বিষয়: