ঝিনাইগাতীতে এনএসআই এর অভিযানে বিপুল পরিমান পলিথিন উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে একটি বশত বাড়ীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী অভিযান চালিয়ে ৮০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। উদ্ধার কৃত পলিথিনের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জয়নাল আবেদীন, পলিথিন ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়া (৩৩) কে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। পলিথিন ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়া শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত খয়বর আলীর ছেলে। এনএসআই ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত খয়বর আলীর ছেলে পলিথিন ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়ার বশত বাড়ীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পরিবেশ অধিদপ্তর ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসন পলিথিন বিরোধী অভিযান চালায়। এসময় মোঃ জুয়েল মিয়ার একটি বশত ঘরে রক্ষিত (মজুদ) ৮০০ কেজি পরিবেশ বিধ্বংসকারী ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পলিথিনের বর্তমান বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জয়নাল আবেদীন পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (২০১০) সালের ১৫ (১) ধারার ৪ (খ) ৬ (ক) ধারা লঙ্ঘনের দায়ে মোঃ জুয়েল মিয়াকে দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দণ্ডিত পলিথিন ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়া ভ্রাম্যমাণ আদালতে জরিমানার টাকা পরিশোধ করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়, ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। Related posts:শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের শ্বাশুড়ী ও সাংবাদিকের মাতার ইন্তেকাল : দাফন সম্পন্ননকলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালিব্রহ্মপুত্র নদের ব্রিজের নিচে মিললো শিশুর লাশ, নিখোঁজ আরও ১ শিশু Post Views: ৩২৭ SHARES শেরপুর বিষয়: