ঝিনাইগাতীতে ডেঙ্গু রোগী শনাক্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১ শেরপুরের ঝিনাইগাতীতে মাজহারুল ইসলাম (২২) নামের একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রক্ত পরীক্ষা করে ওই ব্যক্তির শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে বুধবার ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। আক্রান্ত মাজহারুল উপজেলার নয়াপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে ও পেশায় একজন গার্মেন্টস কর্মী। জানা যায়, চলতি মাসের ২৭ তারিখে (সোমবার) গাজীপুর থেকে বাড়িতে বেড়াতে আসেন মাজহারুল ইসলাম। এরপর মঙ্গলবার থেকে তার জ্বর ও তীব্র মাথাব্যথা শুরু হয়। এরপর সারা শরীরে ব্যথা অনুভব হলে তিনি বুধবার ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে বৃহস্পতিবার রক্ত পরীক্ষা করালে তার ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তিনি মোটামুটি সুস্থবোধ করছেন বলে জানা গেছে। এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, ডেঙ্গু রোগীকে বিশেষ নজরে রাখা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে আরও দুইজনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছিল। বর্তমানে তারা সুস্থ্য হয়ে বাড়িতে আছেন। Related posts:ঝিনাইগাতীতে ইউএনও রুবেল মাহমুদের পদোন্নতি জনিত কারণে বিদায়ী সংবর্ধনাশ্রীবরদীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণশেরপুর দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০ Post Views: ২৬৩ SHARES শেরপুর বিষয়: