নকলায় স্বামীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দ্বিতীয় স্ত্রী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১ নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় ভ্যানচালক আব্দুর রাজ্জাকের আত্মহত্যায় প্ররোচনার অভিযােগে দ্বিতীয় স্ত্রী ময়না বেগম (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। ১০ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার ধনাকুশা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ময়না বেগম ধনাকুশা এলাকার মৃত. মাহু সেখের কন্যা। এর আগে শুক্রবার সকালে আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় শুক্রবার সকালে প্রথম স্ত্রী মোছা. সুর্জি বেগম নকলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্জাকের সাথে প্রথম স্ত্রী সুর্জি বেগমের সাথে প্রায় ২৮ বছর পূর্বে বিবাহ হয়। ময়না বেগম প্রতারণার মাধ্যমে একাধিকবার বিভিন্ন পুরুষের নিকট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। প্রায় ২৩ দিন পূর্বে ময়না বেগম ১৫ লক্ষ টাকা দেনমোহর ধার্য্য করে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ্জাকের সাথে। বিয়ের পর থেকেই ময়না বেগম তার স্বামী রাজ্জাকের সাথে খারাপ আচরণ, গালিগালাজ ও বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করত। সেই চাপ ও সম্ভ্রমহানিকর কথাবার্তা সহ্য করতে না পেরে এবং প্ররোচনায় উপজেলার ধনাকুশা মধ্যপাড়ায় দ্বিতীয় স্ত্রী ময়না বেগমের দুচালা টিনের বসতঘরে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাজ্জাক। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল প্রস্তুত করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। রাজ্জাকের দুইটি সংসার। প্রথম স্ত্রী মোছা. সুর্জি বেগমের অভিযোগের প্রেক্ষিতে থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা নেওয়া হয়েছে। দ্বিতীয় স্ত্রী ময়না বেগমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনশেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাঝিনাইগাতীতে কৃষি যান্ত্রিকরণ প্রদানের শুভ উদ্বোধন Post Views: ২৯০ SHARES শেরপুর বিষয়: