বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মিনহাজ নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২২ সেপ্টেম্বর বুধবার দুপুরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। মিনহাজ ওই এলাকার নুরনবীর ছেলে। বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট হােসেন বলেন, বুধবার দুপুরে বাড়ীর পাশে খেলা করছিলাে শিশু মিনহাজ খেলা করা অবস্থায় পরিবারে লােকজনের অগােচরে বাড়ীর পাশে পুকুরে পানিতে পরে যায়। অনেক খোঁজাখোঁজি পর পুকুরে শিশু মিনহাজের লাশ ভেসে উঠে। সেখান থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করে। বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী বলেন হাসপাতালে আনার আগেই শিশু মিনহাজের মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শােকের ছায়া নেমে আসে। Related posts:জামালপুরে মহান মে দিবস পালিতজামালপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহতজামালপুরে নেশা করে মাতলামীর অভিযোগে ৬ মাসের কারাদন্ড Post Views: ২৩২ SHARES জামালপুর বিষয়: