মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এ ভবন উদ্বোধন করেন তিনি। এর আগে তিনি হাউজ প্রাঙ্গণে একটি ফ্রিঞ্জ গাছ রোপণ করেন। বাংলাদেশ হাউজ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন। এরপর তিনি বাংলাদেশ দূতাবাস ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মহ. শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Related posts:নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনাবেফাকের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসানমুজিববর্ষেই সব ঘরে বিদ্যুৎ পৌঁছাতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী Post Views: ২২৫ SHARES জাতীয় বিষয়: