মোটরসাইকেল-ইজিবাইকে দুর্ঘটনা ৪০ ভাগ বেড়েছে : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত অর্থবছরের চেয়ে এ বছর মোটরসাইকেল ও ইজিবাইকে দুর্ঘটনা ৪০ ভাগ বেড়েছে। ১২ সেপ্টেম্বর রবিবার সকালে গাজীপুরের টঙ্গীতে এক ভার্চুয়াল সভায় তিনি এ কথা বলেন। সরকারের উন্নয়ন কাজের বর্ণনা দিয়ে মন্ত্রী বলেন, ফরিদপুর থেকে কুয়াকাটা পর্যন্ত এখন আর কোনো ফেরি নেই। পায়রা সেতুসহ সবগুলো সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী অর্থবছরে পদ্মা সেতু, গাজীপুরের বিআরটি প্রকল্পসহ বেশ কয়েকটি বৃহৎ প্রকল্পের কাজ শেষ হবে। এ সময় মন্ত্রী গাজীপুর সড়ক বিভাগের আওতাধীন ছয়টি সেতু ও মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন তিনটি সেতু ভার্চুয়ালি উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে সংসদ সদস্য বেনজির আহমদ, সড়ক পরিবহন সচিব মো. নজরুল ইসলাম বক্তব্য রাখেন। Related posts:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠিবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিএমপির নবনিযুক্ত কমিশনারের শ্রদ্ধাসারাদেশে করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্তের হার ২ শতাংশের নিচে Post Views: ২৩১ SHARES জাতীয় বিষয়: