যে ছবি বদলে যাওয়া বাংলাদেশ পুলিশের প্রতিচ্ছবি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২১ নেতৃত্বকে পূর্ণতা দেয় বিনয়। অধস্তনকে আপন করে নেওয়ার মধ্যেই ঊর্ধ্বতনের ঔদার্য প্রকাশ পায়। স্রেফ হাত মেলানোর একটি ছবি। একপাশে রয়েছেন বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), অন্যপাশে বাংলাদেশ পুলিশের কনস্টেবলবৃন্দ। কোভিড প্রটোকল মেনে হাত মেলাচ্ছেন তারা! স্বয়ং আইজিপি পদমর্যাদায় বাংলাদেশ পুলিশের কনিষ্ঠতম সদস্যের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন! এভাবে হাতে হাত লাগিয়ে বিদায় নেন তখন তা সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে। এই দৃশ্য তখন নেতৃত্ব ও মহত্বের অসামান্য ছবি হয়ে ওঠে। এটি শুধু একটি ছবি নয়। এটি বাংলাদেশ পুলিশের পরিবর্তনের এক স্মারক। সময়ের সঙ্গে বদলে যাওয়া বাংলাদেশ পুলিশের এক প্রতিচ্ছবি। সূত্র: ডিএমপি নিউজ Related posts:র্যাবের নতুন এডিজি কর্নেল আব্দুল্লাহ আল মোমেনধর্মের নামে ব্যবসা-চাঁদাবাজি চলবে না: কাদেরঅবন্তিকার চিঠি কেন অবহেলা করা হয়েছে তদন্ত হবে: জবি উপাচার্য Post Views: ২৮৪ SHARES জাতীয় বিষয়: