শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের মতবিনিময় সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে নিরাপত্তা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী গোপাল সেন গুপ্তের সভাপতিত্বে এবং এসআই কাজল চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান। ওইসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সারোয়ার হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী জীবন কুমার চক্রবর্তী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিকসহ ২০টি পূজামন্ডপের সভাপতি/সম্পাদক দ্বয়। মতবিনিময় সভায় ওসি ফায়েজুর রহমান জানান, পূজা সুষ্ঠুভাবে পালনে পুলিশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে। এছাড়াও যেকোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশের আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। Related posts:শেরপুরে ঐতিহাসিক ঝাউগড়া গণহত্যা দিবস পালিতশেরপুরের শ্রীবরদীতে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিতশেরপুরে অবৈধ সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা Post Views: ৩৭০ SHARES শেরপুর বিষয়: