শেরপুরের কল্যাণ সাধনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতার কোন বিকল্প নেই : জেলা প্রশাসক

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১

শেরপুরের জেলা প্রশাসক মোমিনুর রশীদ বলেছেন, শেরপুরের কল্যাণ সাধনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতার কোন বিকল্প নেই। এজন্য তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন। শেরপুরের কল্যাণে কাজ করছে জেলা প্রশাসন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি সমস্যা-সম্ভাবনা নিয়েও স্বল্প জনবল নিয়ে কাজ করতে হচ্ছে জেলা প্রশাসনকে। তাই এক্ষেত্রে দায়িত্বশীল মহলের পাশাপাশি সমাজের দর্পণ হিসেবে বিবেচিত গণমাধ্যমকর্মীরাও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয় রজনীগন্ধায় প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে ওই ল্যাপটপ হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক এসব কথা বলেন।
গত ২০ আগস্ট স্থানীয় সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান জেলা প্রশাসনের মাধ্যমে প্রেসক্লাবকে একটি ল্যাপটপ অনুদানের ঘোষণা দেন। সে ঘোষণা অনুযায়ী ওই ল্যাপটপটি হস্তান্তর করা হয়।
ল্যাপটপ প্রদানকালে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, এনডিসি মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল ও মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, নির্বাহী সদস্য দেবাশীষ সাহা রায়সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।