শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানী অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১ ১ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের নিয়মিত গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। চলমান ওই গণশুনানীতে দুজন প্রতিবন্ধীকে দু’টি হুইল চেয়ার, একজন থ্যালাসেমিয়া রোগী ও চাকুরিজীবী অবস্থায় অন্ধ হয়ে যাওয়া রোগীকে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা একজন শিক্ষার্থীকে মোবাইল ক্রয়ের জন্য অর্থ সাহায্যসহ বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে অর্থ সহায়তা প্রদান করা হয়। গণশুনানীকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ জানান, মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, প্রতি বুধবার নিয়মিতভাবে ওই গণশুনানী অনুষ্ঠিত হয়ে আসছে। এতে বিভিন্ন সমস্যা নিয়ে আগত জেলার নাগরিকদের আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্ন বিভাগ ও দপ্তরের আওতায় সম্ভাব্য সব ধরনের সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে। Related posts:শেরপুরের নালিতাবাড়ীতে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিতশেরপুরে এক কৃষকের ৫০ শতক জমির ধান কেটে দিল কৃষক লীগশেরপুরে হত্যা মামলার দুই আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Post Views: ২৫৭ SHARES শেরপুর বিষয়: