শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২১ ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। তিনি ওই দুটি বিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে অবহিত হন এবং সেগুলো দ্রুত সমাধানে আশ্বাস দেন। সেইসাথে করোনা পরিস্থিতিতে বিদ্যালয় চলাকালীন ছাত্র-ছাত্রীদের স্বাস্থবিধি প্রতিপালনের বিষয় সম্পর্কে খোঁজ নেন তিনি। পরে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষকগণের সাথে এক মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক। ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষিকা লুৎফা বেগম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এ্যানি সুরাইয়া মিলোজসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে র্যাবের অভিযানে ২২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১শেরপুরে বজ্রপাতে পৃথক স্থানে ২ জনের মৃত্যুশেরপুরে পৌণে ৭শ কেজি অবৈধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা Post Views: ৩৪৩ SHARES শেরপুর বিষয়: