শেরপুরে ভূমি ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা প্রশাসনের চেক বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১ শেরপুর জেলায় ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্থ ব্যক্তিবর্গদের মাঝে তাদের ক্ষতিপূরণের চেক প্রদান করেছে শেরপুর জেলা প্রশাসন। ৬ সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার নালিতাবাড়ী উপজেলার ৩৩ জন ক্ষতিগ্রস্থের হাতে ৬৬ লক্ষ ৭ হাজার ৭শত ৯৩ টাকার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। চেক প্রদানকালে জেলা প্রশাসনের অন্যান্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল সাফিন, প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি মলয় মোহন বল, বিটিভি সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য্য বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন । উল্লেখ্য, নালিতাবাড়ী মৌজায় আড়াইআনী বাজার-ঘাকপাড়া বাজার-কালাকুমা বাজার-কেরেঙ্গাপাড়া সড়ক নির্মাণের জন্য ৮৭জন ব্যক্তির ৩.০০১ একর জমি অধিগ্রহণ করা হয়। Related posts:ঝিনাইগাতীতে জীববৈচিত্র্য সংরক্ষণ ও হাতির আক্রমণ রক্ষায় জনসচেতনতামূলক সভানালিতাবাড়ীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ১০৫টি পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর Post Views: ২৭০ SHARES শেরপুর বিষয়: