শেরপুরে সদর থানা পুলিশের হতে গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১ শেরপুরে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছসহ মো. কুতুব উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ সেপ্টেম্বর রবিবার ভোরে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কুতুব উদ্দিন ওই এলাকার আগির উদ্দিনের ছেলে। একইদিন বিকেলে কুতুব উদ্দিনকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর আল মামুন তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান ও এসআই সুমন দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ রবিবার ভোরে সদর উপজেলার বলাইয়েরচর কান্দাপাড়া গ্রামে অভিযান চালান। ওইসময় কুতুব উদ্দিনের বসতবাড়ির গোসলখানার পাশে রোপিত একটি গাঁজার গাছ জব্দ করা হয়। সেইসাথে মো. কুতুব উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সদর থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান জানান, ওই ঘটনায় সদর থানায় আটক কুতুব উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। Related posts:শেরপুরে জমি নিয়ে বিরোধে কৃষককে হত্যার অভিযোগঝিনাইগাতীতে বনবিভাগ কর্মকর্তাদের সাথে আদিবাসীদের নেটওয়ার্কিং সভাঝিনাইগাতীতে ২ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু Post Views: ৩৭১ SHARES শেরপুর বিষয়: