শেরপুরে হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক দালালের ২ মাসের কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২১ শেরপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে মো. মোশারফ (৩৫) নামে এক দালালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল সাফিন ওই অভিযান পরিচালনা করেন। মোশারফ শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার মো. সোলায়মান মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল সাফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা পৌণে ১২টার দিকে জেলা সদর হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি দল। ওইসময় মো. মোশারফ হোসেন নামে এক দালালকে হাতেনাতে আটক করে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে প্রেরণ করা হয়। অভিযানকালে জেলা প্রশাসন ও হাসপাতালের কর্মকর্তাগণসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে শিক্ষার্থী, ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২৫সরিষাবাড়ীতে সিএনজি খাদে পড়ে চালকের মৃত্যুঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব উদযাপিত Post Views: ৪১৩ SHARES শেরপুর বিষয়: