শ্রীবরদীতে ছিনতাইকারী চক্রের ৩ নারী সদস্য গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ছিনতাইকারী চক্রের ৩ নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে শ্রীবরদী পৌর শহরের উত্তর এলাকায় জনতার রোষানলে থেকে ৩ নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানাপুলিশ। গ্রেফতারকৃতরা হলো জামালপুর জেলার ইসলামপুর উপজেলার হারগিলা তাত্তাপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী কল্পনা বেগম (১৮),রাসেল মিয়ার স্ত্রী নিপা (২২), বিপুল মিয়ার স্ত্রী মইচমতি। জানা যায়, শনিবার দুপুরে উপজেলার সিঙ্গাবরনা ইউনিয়নের নবীনপুর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী শান্তি বেগম (১৯) অটো রিস্কা যুগে ওই তিন নারী ছিনতাইকারীর সাথে বকশীগঞ্জে যাচ্ছিল, হঠাৎ পথিমধ্যে সুকৌশলে শান্তি বেগমের ভ্যানিটি ব্যাগের চেইন খুলে টাকা চুরি করে, উত্তর শ্রীবরদী এলাকায় ওই তিন নারী ছিনতাইকারী অটো থেকে নেমে চলে যাওয়ার চেষ্টা করলে শান্তি বেগমের সন্দেহ হয়। একপর্যায়ে তার চিৎকারে এলাকাবাসী তিন নারীকে আটক করে ফেলে। শ্রীবরদী থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো আবুল হাশিম গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তিন নারী মহিলা চোর দলের সদস্য। তাদের কাছ থেকে ২৯৬০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শান্তি বেগম বাদী হয়ে তিন নারীর বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে শেরপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। Related posts:নকলায় দুই ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানানালিতাবাড়ীতে নদী থেকে সিএনজি উদ্ধার করেছে পুলিশশেরপুরে এবার সাবেক এমপি শ্যামলীর ইফতারী, পিপিই ও ঈদবস্ত্র পেলো ইমাম-মোয়াজ্জিনরা Post Views: ৩৫৪ SHARES শেরপুর বিষয়: