শ্রীবরদীতে বন্যপ্রাণী শিকার ও বিক্রয় করায় ৩ জনকে জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বন্যপ্রাণী শিকার ও বিক্রয়ের অপরাধে ২ পাখি ব্যবসায়ী ও ১ পাখি শিকারী কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও নিলুফা আক্তার ও এসিলেন্ট মো আতাউর রহমান। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর আওতায় শ্রীবরদী পৌর শহরের পাখি ব্যবসায়ী আনোয়ারকে ২ হাজার, দুলাল কে ২ হাজার ও পাখি শিকারী সোহেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদের কাছ থেকে কালিম, টিয়া, বক, পানকৌড়ি প্রজাতির পাখি পাওয়া যায়। পরে পাখিগুলো মামদামারি হেলিপ্যাড এলাকায় অবমুক্ত করা হয়। এ সময় ময়মনসিংহ বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, এএসআই নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও শিশুখাদ্য বিতরণনকলায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদকপ্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপননালিতাবাড়ীতে র্যাবের অভিযানে বিদেশী মদসহ আটক ১ Post Views: ৩৪৭ SHARES শেরপুর বিষয়: