শ্রীবরদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১ শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে সেকান্দর আলী (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। ২৬ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলার হালগড়া পূর্বপাড়া গ্রামের ধান ক্ষেতে এ ঘটনা ঘটে। নিহত সেকান্দর আলী ওই গ্রামের মৃত বাহাজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বিকেলে সেকান্দর আলী বসত বাড়ির সামনে নিজস্ব ধান ক্ষেতে কাজ করার জন্য ক্ষেতে যান। এসময় ধান ক্ষেতে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি তার ছিড়ে পড়ে থাকায় পানিসহ বিদ্যুতায়িত হয়। সেকান্দর আলী কিছু বুঝতে না পেরে ধান ক্ষেতে নামার সাথে ছেড়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেকান্দর আলীকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই নূর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণশেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিতনালিতাবাড়ীতে প্রণোদনার অর্থ বিতরণ করলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী Post Views: ১৪২ SHARES শেরপুর বিষয়: