শ্রীবরদীতে মোটর সাইকেল কেনার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে পরিবারের সাথে অভিমান করে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেছে রেদোয়ান আহমেদ (১৯) এক যুবক। ঘটনাটি ঘটেছে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের শংকর ঘোষ গ্রামে। ১ সেপ্টেম্বর বুধবার সকালে শ্রীবরদী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত রেদোয়ান আহমেদ (১৯) উপজেলার শংকরঘোষ গ্রামের আব্দুল আজিজ এর ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত রেদোয়ান তার মা রেখা বেগমের কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে আসছিল। কিন্তু রেদোয়ানের পরিবার তাকে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে মঙ্গলবার রাতে বাড়ির পাশে কাঁঠাল গাছের ডালের সাথে রশি বেঁধে ঝুলে আত্মহত্যা করে। বুধবার সকালে স্থানীয়রা কাঠাল গাছে রেদোয়ানের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাশিম লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। Related posts:শেরপুর শহর বিএনপির সভাপতি পলাশের মাতৃবিয়োগঝিনাইগাতী মুক্ত দিবস উদযাপন উপলক্ষে বিজয় র্যালি ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিতত্রিশালে বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত Post Views: ৪০৬ SHARES শেরপুর বিষয়: