শ্রীবরদী থানায় কামিনী চত্বর শুভ উদ্বোধন করেলন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরর শ্রীবরদী থানা চত্বরে নবনির্মিত কামিনী চত্বরের শুভ উদ্বোধন করেছেন শেরপুরের পুলিশ সুপার মো হাসান নাহিদ চৌধুরি। ১ সেপ্টেম্বর বুধবার দুপুরে শ্রীবরদী থানা বাষিক পরিদর্শনে এসে তিনি আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি থানা চত্বরের সৌন্দর্য বৃদ্ধি করণে ওসি বিপ্লব কুমার বিশ্বাসকে ধন্যবাদ জানান। পরে পুলিশ সুপার থানার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। ওইসময় অন্যান্যের মধ্যে শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো আবুল হাশিম, শ্রীবরদী প্রেসক্লাব সভাপতি মো রেজাউল করিম বকুল, সাধারণ সম্পাদক তারেক মো আবদুল্লাহ রানাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিপ্লব কুমার বিশ্বাস শ্রীবরদী থানার যোগদানের পর তার একান্ত প্রচেষ্টায় থানায় সুন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে তিনি বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন, ফুলের বাগান নির্মাণ, আগত জনসাধারণের বসার স্থান নির্মাণের লক্ষ্যে স্থাপনা নির্মাণ করেছেন। Related posts:শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিতশেরপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা-করণীয় শীর্ষক সমন্বয় সভাশ্রীবরদীতে শান্তিপূর্ণ ভোট উৎসবের দাবি জানালেন স্বতন্ত্র প্রার্থী ফরিদ Post Views: ৪০১ SHARES শেরপুর বিষয়: