আবারও থমথমে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কঠোর অবস্থানে প্রশাসন

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির ঘটনায় সকাল থেকে ১৪৪ ধারা চলছে। মুছাপুর ইউনিয়নের রংমালা বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
৫ সেপ্টেম্বর রবিবার সকালে দেখা যায়, ১৪৪ ধারা জারির কারণে মুছাপুর ইউনিয়নের রংমালা বাজারে কার্যত অঘোষিত হরতাল চলছে। বেশির ভাগ দোকানপাট খোলেনি। সাধারণ লোকজনের উপস্থিতি অনেক কম। গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনাস্থল থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম জানান, রংমালা বাজার থেকে পাঁচ কিলোমিটার এলাকায় র‍্যাব ও পুলিশের টহল চলমান এবং সর্তক অবস্থানে রয়েছে। এ ছাড়া আমি ঘটনাস্থলেই রয়েছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল থেকে রংমালা বাজারে পুলিশের কঠোর টহল রয়েছে। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর বলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জুর উপজেলার রংমালা বাজারে রোববার পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং জনগণের জানমালের নিরাপত্তায় বাজারের চারদিকে পাঁচ বর্গকিলোমিটার এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ইউএনও জিয়াউল হক মীর আরও বলেন, এ আদেশ চলাকালে উক্ত এলাকায় ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র‌্যালি, শোভাযাত্রা, যেকোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার-প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে চারজনের বেশি লোক জমায়েত হতে পারবে না।