মাদারগঞ্জে নববধূকে হত্যার পর লাশ ফাঁসিতে ঝুলানোর অভিযোগ

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে মুর্শেদা খাতুন (১৮) নামে এক নববধূকে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নিহতের লাশ মর্গে প্রেরণ করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার গুনারিতলা (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নববধূ ওই গ্রামের সোহাগ মিয়ার (২৩) স্ত্রী। অভিযুক্ত স্বামী বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, ২৭ দিন আগে গুনারিতলা (মধ্যপাড়া) গ্রামের জহুরুল ইসলাম যদুর ছেলে সোহাগ মিয়ার সাথে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ৯নং কুর্মিতলা ইউনিয়নের ছোনপচা গ্রামের সালেক আকন্দের মেয়ে মুর্শেদা খাতুনের বিয়ে হয়। রবিবার রাত পৌনে ১০টার দিকে বাড়ির লোকজন হঠাৎ শয়ন কক্ষে মোর্শেদা ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এদিকে রবিবার সকালে নিহতের স্বজনরা ফেসবুকের মাধ্যমে ঘটনা জানতে পেরে মেয়ের শশুরবাড়িতে ছুটে আসেন।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল হক বলেন, নিহতের পরিবার দাবি করেছে যে, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।