শ্রীবরদী সদর ইউনিয়নে বিট পুলিশের অপরাধ নির্মূলে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১

শ্রীবরদী প্রতিনিধি : মাদক, জুয়া, বাল্যবিয়ে, ইভটিজিং, চুরি সহ নানা অপরাধ নির্মলে সামাজিক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলার ৬ নং সদর ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার দহের পার বাজারে শ্রীবরদী থানার উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিট পুলিশের কার্যক্রম ও অপরাধ নির্মূলে বক্তব্য রাখেন সদর ইউনিয়নে দায়িত্বরত বিট পুলিশের কর্মকর্তা শ্রীবরদী থানার এসআই মো রুকন উদ্দিন।

তিনি তার বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার্থে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে । মাদকের বিরুদ্ধে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। মাদক ধ্বংস করে একটি সুন্দর জীবন কে তেমনি ধ্বংস করে একটি পরিবারকে। শুধু মাদকের কারণেই আমাদের সমাজে অনেক সুন্দর পরিবার আজ ভেলায় ভেসে গেছে । অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের প্রতি অভিভাবকদের আরো কঠোরভাবে সচেতন হতে হবে। অভিভাবকদের অসচেতনতার কারণে আমাদের দেশে ব্যাপক হারে যুব সমাজের একটি অংশ মাদকের নেশায় ভাসছে, মাদক ব্যবসায়ীদের নাম ঠিকানা গতিবিধি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি। সদর ইউনিয়নের কোথাও কোনো অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথেই পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। তথ্য দাতার নাম অবশ্যই গোপন রাখা হবে। বাল্যবিয়ের বিরুদ্ধে আমরা কাজ করে আসছি। এ ইউনিয়নে কোথাও কোন বাল্য বিয়ের খবর পাওয়া মাত্রই তা বন্ধ করে দেয়া হবে । জন্ম নিবন্ধন ছাড়া কোথাও বিয়ে রেজিস্ট্রেশন করা হলে। তবে কাজিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । এ সময় উঠান বৈঠক স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী,গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকই উপস্থিত ছিলেন।