জামালপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভেলামারী এলাকায় মাদারগঞ্জ-জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, লোকটি মানসিক ভারসাম্যহীন। গেল রাতে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ভারী কোন যানবাহন তাঁকে চাপা দিলে তাঁর মৃত্যু হয়। মরদেহটি রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার স্থান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে । তবে এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। Related posts:জামালপুরে গাছ বিক্রি করায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলেবকশীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিতসোনার বাংলা তৈরি করতে হলে সোনার মানুষ প্রয়োজন : ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী Post Views: ১২৬ SHARES জামালপুর বিষয়: