3

শ্রীবরদীতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২১

শেরপুরের শ্রীবরদীতে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর (১২) বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার। ২০ সেপ্টেম্বর সোমবার উপজেলার গোশাইপুর ইউনিয়নের রহমতপুর পূর্বপাড়া গ্রামের কনের বাড়িতে পৌঁছে ওই বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। ওই ছাত্রী বালিয়াচন্ডি হাই স্কুলের শিক্ষার্থী।

জানা যায়, সোমবার শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের রহমতপুর পূর্বপাড়া গ্রামে বাল্যবিয়ের আয়োজন চলছে- এমন খবর পেয়ে ইউএনও নিলুফা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। তখনও বর পক্ষ কনের বাড়িতে আসেনি। ওইসময় মেয়ের বাবা-মা’কে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবগত করেন ইউএনও। পরে তারা নিজেদের ভুল বুঝতে পারে। মেয়েকে বাল্যবিয়ে দেবে না মর্মে তার বাবা-মায়ের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন ইউএনও।

এ ব্যাপারে ইউএনও নিলুফা আক্তার বলেন, বাল্যবিবাহ নারী শিক্ষার মূল অন্তরায়। বাল্যবিবাহ শুধু ব্যক্তিগত ক্ষতি করে না, পারিবারিক, সামাজিক এমনকি রাষ্ট্রের ক্ষতিসাধনেও সহায়ক হয়।