আবুধাবিতে এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, পাইলটসহ নিহত ৪ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১ আবুধাবির একটি এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পাইলটসহ চারজন নিহত হয়েছেন। আজ শনিবার (২ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। আবুধাবি পুলিশ বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের। এক টুইট বার্তায় আবুধাবি পুলিশ কর্তৃপক্ষ জানায়, এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় দুজন পাইলট একজন বেসামারিক চিকিৎসক ও নার্স নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, লেফটেন্যান্ট কর্নেল পাইলট প্রশিক্ষক খামিস সায়িদ আল হালি, লেফটেন্যান্ট পাইলট নাসির মুহাম্মদ আল রাশিদি, বেসামারিক চিকিৎসক শহিদ ফারুক গোলাম ও বেসামরিক নার্স জোয়েল কিয়ো সাকারা মিনেটো। অবশ্য কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে বা কোথায় ঘটেছে সেই সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি। কিন্তু একটি টুইট সূত্রে জানা যায় যে এয়ার অ্যাম্বুলেন্সে দলটি তখন ডিউটিতে ছিল। অবশ্য দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে আবুধাবি পুলিশ ঘন কুয়াশার কারণে আমিরাতে গতি সীমাবদ্ধ করে নতুন নির্দেশনা চালু করে। সূত্র : গালফ নিউজ Related posts:যেখানে আমাকে গুলি করা হয়েছিল সেখান থেকেই ফের শুরু হবে লংমার্চ : ইমরান খানউত্তাল দিল্লিতে ১৪৪ ধারা জারি, নিহত ৭আলজেরিয়ায় দাবানলে সেনাসহ ৪২ জনের মৃত্যু Post Views: ১৮৫ SHARES আন্তর্জাতিক বিষয়: