আরেকটা বিয়ে করে ফেলব, বহু প্রস্তাব আছে : নোবেল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১ আলোচিত ও সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে বিয়ের দু’বছর না যেতেই ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল মাহমুদ। জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় তালাকের এই নোটিশ পাঠানো হয়েছে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সালসাবিল নিজেই। তিনি জানিয়েছ্নে, ‘গত দুই বছর খোরপোষ না দেওয়া ও কাবিনের প্রদত্ত শর্ত লঙ্ঘন করেছেন নোবেল। সে আমাকে আগে থেকেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। মারধর করে বাসা থেকে বের করে দিয়েছিল। এরপর থেকেই মূলত আলাদা থাকতে শুরু করি। এরপর আমি থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছিলাম।’ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নোবেল। বহু প্রস্তাব আছে, আরেকটা বিয়ে করে ফেলব জানিয়ে তিনি গণমাধ্যমে বলেছেন, ওর (সালসাবিল) বিষয়ে আমি মাথা ঘামাতে চাই না। আমি এবার নতুন করে জীবন সাজাবো। ওর থেকে সুন্দরী ও ভালো মেয়েকে বিয়ে করব। আমি এবার বিয়ে করব বাবা-মায়ের পছন্দে। আমি ২৫ বছরের একটা ছেলে। আরেকটা বিয়ে করে ফেলব। আমার বহু জায়গা থেকে প্রস্তাব আছে। এমপি-মন্ত্রীর মেয়ে আমাকে বিয়ে করতে প্রস্তুত। উল্লেখ্য, ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন এই সঙ্গীতশিল্পী। বিতর্কিত কাণ্ডের জেরে অনেক দিন ধরেই আলাদা থাকতেন এই দম্পতি। Related posts:ভোটের লড়াইয়ে তারকারা: নূর-ফেরদৌসের বাজিমাত, হারলেন মমতাজ-মাহিপ্রথমবার একসঙ্গে মৌ ও ফেরদৌসবিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ Post Views: ২৬০ SHARES বিনোদন বিষয়: