এগুলো আপনাকে মানায় না : শ্রাবন্তীর উদ্দেশে ভক্তরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১ রোশান সিংয়ের সঙ্গে সম্পর্ক ফিকে হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা সময়ে নানারকম পোস্ট করে থাকেন শ্রাবন্তী। এবার মহালয়ার দিন দুর্গা সেজে ছবি দেওয়ায় ট্রলের শিকার হলেন এই অভিনেত্রী। দেখা গেছে, শ্রাবন্তী তার ইনস্টাগ্রামে দুর্গা সেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন সম্প্রতি। ছবিতে দুর্গা প্রতিমা রূপে দারুণ দেখাচ্ছে তাকে। যা প্রশংসার দাবি রাখে। কিন্তু এবারও উল্টো পথে হাঁটলেন নেটিজেনরা, রীতিমতো ঠাট্টায় মাতলেন। কেউ কেউ শ্রাবন্তীর এই ছবির নিচে লিখলেন, ‘আগে নিজের চরিত্র বদলান, তারপর দুর্গা সাজবেন।’ কেউ লিখলেন, ‘এগুলো আপনাকে মানায় না।’ নেটিজেনদের মধ্যে আবার কেউ লিখলেন, ‘আপনার মা দুর্গা হওয়া উচিত হয়নি।’ এক নেটিজেন তো আরও একধাপ এগিয়ে লিখলেন, ‘আপনি দুর্গা নন, দ্রৌপদী!’ উল্লেখ্য, শ্রাবন্তীকে নিয়ে সমালোচনা নতুন নয়। বিতর্ক পিছু ছাড়ছে না তার। ব্যক্তিগত জীবন ও রাজনীতিতে ব্যর্থতার বিষয় নিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন নিয়মিত। তবে এসব কটাক্ষ সহ্য করেও শ্রাবন্তী একেবারে মুখে কুলুপ এঁটেছেন। Related posts:১২০ কিমি পাল্লার ‘ফতেহ’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান, উত্তেজনা আরও বাড়লকাশ্মীরের বিমানবন্দর থেকে রাহুলকে ফেরতউত্তেজনার মাঝেই রেকর্ড অর্থে ২৬ ‘ভয়ংকর’ যুদ্ধবিমান কিনছে ভারত Post Views: ২১৫ SHARES আন্তর্জাতিক বিষয়: