এ মুহূর্তে স্কুল-কলেজে ক্লাস বাড়ানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২১ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্কুল-কলেজে এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। কারণ, স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে। তাছাড়া বিশ্বের কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। ২৩ অক্টোবর শনিবার চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য এত পরিমাণ জায়গা আমাদের নেই। তাই এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আগামী জানুয়ারিতে যখন নতুন ক্লাস শুরু হবে, আমরা চিন্তা করছি… যদি করোনা পরিস্থিতি এমন থাকে, তাহলেই আমরা চিন্তা করবো ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য।’ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, কমিল্লা পল্লী বিদ্যুত অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতাউর রহমান, চাঁদপুর পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার মালু, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ। Related posts:শ্রম-পরিবেশ উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে আইএলও: আইনমন্ত্রীঐতিহ্য অব্যাহত রেখে সংসদ এগিয়ে যাবে: স্পিকারঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ Post Views: ২১৪ SHARES জাতীয় বিষয়: