ক্লিন ফিড দেয়া ২৪টির বেশি বিদেশি চ্যানেল না চালালে ব্যবস্থা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১ দেশে ২৪টির বেশি বিদেশি চ্যানেল ক্লিন ফিড দেয়, এগুলো চালাতে কোনো বাধা নেই। এরপরও এগুলো কেউ না চালালে লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে বলে জানান তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ৪ অক্টোবর সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কেবল অপারেটর ও ডিস্ট্রিবিউটরদের লাইসেন্সের শর্ত মেনে চলতে হবে। কেউ আইন ভঙ্গ করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে কেবল লাইন ডিজিটালাইজেশন করতে হবে। এর আগে গতকাল তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ একই কথা বলেন। তিনি জানান, উপমহাদেশের সব দেশেই ক্লিনফিডের আইন মেনেই বিদেশি চ্যানেল সম্প্রচার করে থাকে। রবিবার (৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বলেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করতে বলেনি, কেবল অপারেটরদের দুই বছর সময় দেওয়া হয়েছিল তারা প্রস্তুতি নেয়নি। তিনি আরও বলেন, যে চ্যানেলগুলো ক্লিনফিডে আসে কেবল অপারেটররা সেটিও বন্ধ করে রেখেছেন যেটা অপরাধের শামিল। Related posts:পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশনজাবি উপাচার্যের দুর্নীতির তথ্য-উপাত্ত ইউজিসির কাছে জমা দিব: শিক্ষামন্ত্রী২০২১ সালের সরকারি-বেসরকারি স্কুলের ছুটির ক্যালেন্ডার প্রকাশ Post Views: ২৫৯ SHARES জাতীয় বিষয়: