চীন থেকে দেশে এলো আরও ৫৫ লাখ ডোজ টিকা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২১ চীন থেকে করোনা ভাইরাসের আরও ৫৫ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে এসেছে। ২০ অক্টোবর বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টিকাগুলো। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মধ্যরাত ১টা ৪০ মিনিটে সিনোফার্মের ৫৫ লাখ ডোজ টিকা এসেছে। গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। এ পর্যন্ত উপহার হিসেবে ২১ লাখ ডোজ সিনোফার্মের টিকা দিয়েছে চীন। এর বাইরে কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা ৭০ লাখ ডোজ টিকার সঙ্গে ৩০ আগস্ট ঢাকায় এসেছে আরও ৫৬ লাখ ডোজ টিকা। গত ১০ সেপ্টেম্বর রাতে দেশে আসে আরও ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা। এরপর ১৭ সেপ্টেম্বর আরেকটি চালানে দেশে আসে আরও ৫০ লাখ ডোজ টিকা। ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে দেশে আসে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা। সবশেষ সোমবার রাতে সিনোফার্ম থেকে দেশে আসে আরও ১০ লাখ ডোজ টিকা। Related posts:মুজিববর্ষেই সব ঘরে বিদ্যুৎ পৌঁছাতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী‘ভুয়া তথ্য’ রুখতে গণমাধ্যমকে সহায়তা করতে জাতিসংঘকে প্রধান উপদেষ্টার আহ্বানরবিবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা Post Views: ১৭৮ SHARES জাতীয় বিষয়: