জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ফুমিও কিশিদা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১ সংসদীয় ভোটে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ফুমিও কিশিদা। তিনি জাপানের ১০০ তম প্রধানমন্ত্রী। আজ সোমবার তিনি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত সপ্তাহে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা নির্বাচিত হন ফুমিও কিশিদা। সেই সময়েই তার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। কারণে সংসদে লিবারেল ডেমোক্রেটিক পার্টিই সংখ্যাগরিষ্ঠ। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফুমিও কিশিদা জাপানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ওই সময় জাপানের প্রধানমন্ত্রী পদে ছিলেন দেশটির সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা রাষ্ট্রনেতা শিনজো অ্যাবে। ফুমিও কিশিদা বিদায়ী প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার স্থলাভিষিক্ত হবেন। গত মাসে সুগা ঘোষণা করেন, দলের নেতা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে রাখতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল সুগাকে। শিনজো অ্যাবে ক্ষমতা ছাড়ার পর ২০২০ সালে সুগা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। Related posts:ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরুক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে ইরানইসরায়েলি সেনাছাউনি জ্বালিয়ে দিল ইহুদিরা Post Views: ২৩৮ SHARES আন্তর্জাতিক বিষয়: