জামিন পেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১ দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদকে ২ নভেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। ৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করে আবুল কালাম আজাদ জামিন আবেদন করেন। দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম এমরুল কায়েশ অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাবি, স্বাস্থ্যের সাবেক এই ডিজিসহ ৬ জন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়নবিহীন রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর করে। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে ৩ হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করার পর অবৈধভাবে প্রত্যেক রোগীর কাছ থেকে টাকা আদায় করা হয়। মামলার বাকি আসামিরা হলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ, অধিদপ্তরের সাবেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. আমিনুল হাসান, উপপরিচালক (হাসপাতাল-১) ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম। Related posts:নুসরাত হত্যা মামলার রায় ২৪ অক্টোবরহলি আর্টিসান মামলার রায়ের কপি উচ্চ আদালতেতিতাসের মৃত্যুতে দায় নেই সেই যুগ্ম সচিবের Post Views: ১৬০ SHARES আইন-আদালত বিষয়: