ঝিনাইগাতীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে নগদ অর্থ বিতরণ করলেন এমপি চাঁন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শারদীয় দূর্গাপূজার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন- শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। ১৩ অক্টোবর বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা সদর সহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় উপজেলার পূজামন্ডপগুলোতে ব্যক্তিগত ভাবে আর্থিক অনুদান প্রদান করেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমীন, যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ দলীয় নেতাকর্মীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলার ১৯টি পূজা মন্ডপ, প্রতিটি পূজা মন্ডপে ৩ হাজার টাকা করে মোট ৫৭ হাজার টাকা বিতরণ করা হয়। Related posts:নকলায় জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতঝিনাইগাতীতে কূপে শ্বাসরুদ্ধ হয়ে নিহত ২ পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তাশেরপুরে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ২৫৫ SHARES শেরপুর বিষয়: