ঝিনাইগাতীতে মাধ্যমে মাছ ধরার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মাছ ধরার ৫০০ মিটার চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ৪ অক্টোবর সোমবার বিকাল ৩টায় উপজেলার বগাডবি ব্রীজ সংলগ্ন এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে এ জাল পুড়িয়ে ধ্বংস করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বলেন, বর্তমানে বাজারে এসেছে “চায়না দুয়ারী” জাল। এ জালে ছোট মাছ থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে জলাশয় থেকে মাছসহ সকল জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। এই জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা করতে “চায়না দুয়ারী জাল” পরিহার করা একান্ত প্রয়োজন। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বগাডবি খাল থেকে এ জাল উদ্ধার করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য লক্ষাধীক টাকা। এসময় পুলিশ সদস্য, মৎস্য দপ্তরের লোকজন, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরের শ্রীবরদীতে এসএসসি পরীক্ষা বাতিল ও অটোপাশের দাবিতে মানববন্ধননালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানাঝিনাইগাতীর সেই দানবীর নাজিমুদ্দিনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন Post Views: ৩২৭ SHARES শেরপুর বিষয়: