তুরাগ নদে ট্রলারডুবি, শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২১ রাজধানী ঢাকার আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বলেন, শনিবার (৯ অক্টোবর) সকাল আটটা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। তিনি জানান, ফায়ার সার্ভিস নিখোঁজ দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে। তাদের নাম-ঠিকানা জানা যায়নি। এখনও অন্তত চার জন নিখোঁজ রয়েছেন। Related posts:নালিতাবাড়ীতে সপ্তম শ্রেণির মাদরাসা ছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণবকশীগঞ্জে ১ কেজি গাঁজাসহ কামাল মিয়া আটকজামালপুরে বেড়েছে করোনা শনাক্ত Post Views: ১৯৬ SHARES সারা বাংলা বিষয়: