দৌলতদিয়া-পাটুরিয়ায় টানেল করার পরিকল্পনা : ওবায়দুল কাদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২১ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নদীর নাব্যতা ধরে রাখতে দৌলতদিয়া-পাটুরিয়ায় ব্রিজ না করে টানেল করার পরিকল্পনা করছে সরকার।’ ১ অক্টোবর শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশে (আইইবি) এক সেমিনারে এ কথা বলেন তিনি। সরকার এর আগে সম্প্রতি ঘোষণা দিয়েছিল যে, দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু করা হবে। রাস্তা নির্মাণের বিষয়ে মন্ত্রী বলেন, ‘শুধু রাস্তা নির্মাণ করলেই হবে না, মজবুত করতে হবে। পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ করাটাও জরুরি। ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার উন্নয়নের সংগ্রাম, নিরবচ্ছিন্ন স্বপ্নের মহাসড়কে খুলনা থেকে চট্টগ্রাম’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটি। এতে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে সঞ্চালনা করেন আইইবির ঢাকা কেন্দ্রের সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এ. এফ. এম. সাইফুল আমিন। Related posts:চরাঞ্চলের উন্নয়নে টেকসই বাজার ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন: হাসান আরিফজ্বালানির নতুন উৎস উদ্ভাবন-গবেষণা কার্যক্রমকে জোরদারে নির্দেশ রাষ্ট্রপতিরআইসোলেশনে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা Post Views: ১৮৭ SHARES জাতীয় বিষয়: