নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২১ শেরপুরের নালিতাবাড়ীতে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে সেচপাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সারোয়ার আলম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৩ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত সারোয়ার আলম নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা এলাকার মৃত জোনাব আলীর ছেলে ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেনের ছোট ভাই। নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় এলাকায় নিজ জমিতে পানি দিতে যান সারোয়ার। ওইসময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা গভীর নলকূপ স্পর্শ করলে জমিতে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা সারোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। Related posts:নালিতাবাড়ীতে জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা বাছুর বিতরণসাদ পন্থিদের নিষিদ্ধ ও গ্রেফতারের দাবীতে শেরপুর ও ঝিনাইগাতীতে বিক্ষোভ সমাবেশনালিতাবাড়ীতে পৃথক ঘটনায় ২ জনের আত্মহত্যা Post Views: ২০০ SHARES শেরপুর বিষয়: