নালিতাবাড়ীতে ২ দিনব্যাপী ‘ফাতেমা রাণী’র তীর্থ উৎসব শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১ ‘ভ্রাতৃত্ব সমাজ গঠনে ফাতেমা রাণী মা মারিয়া’ এই মুলসুরের উপর ভিত্তি করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী সাধু লিওর খ্রিস্টধর্ম পল্লীতে ২৮ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ২৪তম বার্ষিক ফাতেমা রাণীর তীর্থ উৎসব। এটি চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। তীর্থ উৎসবের সমন্বয়কারী রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী জানান, আগামী বৃহস্পতিবার বিকেল ৪ টায় মহা খ্রিস্টযাগের মাধ্যমে তীর্থ উৎসব শুরু হবে৷ এতে খ্রিস্টযাগ উৎসর্গ করবেন বাংলাদেশের কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও সিএসসি ৷ তাকে সহযোগিতা করবেন ময়মনসিংহ ধর্ম প্রদশের বিশপ পনেন পৌল কুবি সিএসসি। এছাড়া এই তীর্থ উৎসবে আগামী বৃহস্পতিবার রাত ৮ টায় আলোর শোভাযাত্রা, পাপ স্বীকার, নীশি জাগরণ অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৮ টায় জীবন্ত ক্রুশের পথ ও বেলা ১২ টায় মহা খ্রিস্টযাগের মাধ্যমে তীর্থ উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে। এবারের তীর্থ যাত্রায় ১৫/২০ হাজার রোমান ক্যাথলিক খ্রিস্ট ভক্তরা স্বাস্থবিধি মেনে অংশ গ্রহন করবেন বলে আয়োজকরা জানান। নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের তীর্থ উৎসবকে নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩০০ সদস্য মোতায়েন করা হয়েছে। এ বছর তিন স্তরের নিরাপত্তা বিধানে সাদা পোষাকেও আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। এছাড়া পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলে নিরাপত্তা কমিটিরি সমন্বয়ক রেভারেন্ট ফাদার ফিদেলিশ নেংমিনজা জানিয়েছেন। Related posts:নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের কোন ছাড় দেওয়া হবে না : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজিনকলায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারশেরপুরে অনুষ্ঠিত রেঞ্জ ক্রিকেটে ময়মনসিংহ জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন Post Views: ৩৯৯ SHARES শেরপুর বিষয়: