পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২১ এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন জাপানের আবহাওয়া ও জলবায়ুবিদ সাইকুরো মানাবে, জার্মান সমুদ্রবিজ্ঞানী ক্লাউস হাসেলম্যান এবং ইতালিয়ান তাত্ত্বিক পদার্থবিদ জর্জিও প্যারিসি। ৫ অক্টোবর মঙ্গলবার নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে পূর্বাভাস এবং জটিল ফিজিকাল সিস্টেম নিয়ে কাজ করায় তারা এ পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কারের চারভাগের অর্ধেক পাবেন পদার্থবিদ জর্জিও প্যারিসি। বাকি অর্ধেক সমানভাগে ভাগ করে নেবেন বাকি দুই বিজ্ঞানী। Related posts:পরমাণু সমঝোতায় ফিরতে বাইডেনকে ৪১ কূটনীতিকের চিঠিভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁইরোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া মিয়ানমারের এক ধরনের প্রতারণা : গাম্বিয়া Post Views: ২০৭ SHARES আন্তর্জাতিক বিষয়: