বাংলাদেশ ভালো কিছু করেই ফিরে আসবে: মাশরাফি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১ ধুঁকতে ধুঁকতে বিশ্বকাপের মূলপর্বে এসে প্রথম ম্যাচেই হারের স্বাদ নিতে হলো টাইগাররা। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারলো মাহমুদউল্লাহরা। লঙ্কানদের বিপক্ষে এই হার বাংলাদেশের ক্যাচ মিসের মাশুল। লিটনদাসের কল্যাণে দুইবার জীবন পায় লঙ্কান ব্যাটাররা। টাইগারদের এই দুর্বলতাকে পুঁজি করে দাপটের সঙ্গেই ম্যাচ জয় নিশ্চিত করে শ্রীলংকা। এত বাজে হারের পরেও টাইগারদের পক্ষে কথা বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লেখেন, ‘ধৈর্য মানুষকে সহনশীল করে, দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ। যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ, বাংলাদেশ।’ ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে র্নিধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান তুলে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৬ বল এবং ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। Related posts:আজ শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভছুটি কাটিয়ে শনিবার রাতে ফিরছেন মুশফিক-মাহমুদউল্লাহমেসিকে আটকানোর ছক করা বোকামি! Post Views: ২০২ SHARES খেলাধুলা বিষয়: