বিসিবি নির্বাচনে হেরে গেলেন খালেদ মাসুদ পাইলট অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে রাজশাহী বিভাগে একটি পদের জন্য লড়াই করে হেরে গেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ৯ ভোটারের কাছ থেকে মাত্র ২ ভোট পেয়েছেন এই সাবেক উইকেটকিপার। অন্যদিকে, ৭-২ ভোটে এগিয়ে থেকে জয় পেয়েছেন প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম স্বপন চৌধুরী। গত মেয়াদে বিসিবির পরিচালক ছিলেন স্বপন। ৬ অক্টোবর বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগ ক্যাটাগরিতে রাজশাহী ও ঢাকাতে কেবল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কারণ নির্বাচনের আগেই এই ক্যাটাগরিতে সাত পরিচালক নির্বাচিত হন। Related posts:আজ যেসব টিভিতে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসাফ জয়ী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে বিসিবিময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে স্বাগতিক শেরপুর জেলা চ্যাম্পিয়ন Post Views: ২৬০ SHARES খেলাধুলা বিষয়: